Honor X9A এর প্রাইজ এবং স্পেসিফিকেশন-এই স্মার্টফোনের লুকটা সেই রকম।স্মার্ট ফোনটাতে কার্ভ ডিসপ্লে আছে।এছাড়া ফোনটা সুপার স্লিম।৭.৯ মিলিমিটার ফোনটার থিকনেস।এত থিকনেস নিয়েও ফোনটার মধ্যে ৫১০০ এমএইচ ব্যাটারী রয়েছে।১৭৫ গ্রাম ওজনের ফোনটার চার্জিং ব্যাকআপ এই বাজেটের অন্যান্য যেকোন ফোনের চাইতে অনেক ভালো। হ্যাঁ বলছিলাম Honor X9A ফোনের কথা।Honor এবং Huawei একই ব্রান্ড ছিলো কিন্তু অনারকে হুয়াওয়েই বিক্রি করে দেয়।তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ফোনে আপনারা গুগলের জিএসএম সার্ভিস,গুগল প্লে-স্টোর,ম্যাপস সবকিছুই ব্যবহার করতে পারবেন। হুয়াওয়ের উপর যে নিষেধাজ্ঞা আছে অনারের উপর সেই নিষেধাজ্ঞা নেই।
X9A ফোনের রিলিজ তারিখ
আপনারা যদি কোন ফোনের দোকানে যান এবং Honor x9a ফোনটাকে চোখের সামনে দেখেন তাহলে অবশ্যই ফোনটাকে একবার হাতে নিয়ে দেখতে চাইবেন। কারণ ফোনটার লুক আপনাকে চোখ ফেরাতে দেবে না।
ফোনটি রিলিজ হয় ২০২৩ সালের ৬ জানুয়ারি।
Honor X9A এর দাম
ফোনটা আনঅফিসিয়াল ভাবে বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে। প্রত্যেক শপে একই মূল্যে পাওয়া যাবে এমনটা না। এক বা দুই হাজার কিংবা তিন হাজার টাকার পার্থক্য থাকতে পারে।
অফিশিয়াল–৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য ৩৬৯৯৯ টাকা
আনঅফিশিয়াল –৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য ৩১৪৯৯ টাকা
(দোকানে দামের তারতম্য হতে পারে)
Honor X9A এর স্পেসিফিকেশন
কালার
- টাইটেনিয়াম সিলভার
- এমারেল্ড গ্রীন
- মিডনাইট ব্ল্যাক
ডিসপ্লে
ফোনটির ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি।ফোনটির রেজোল্যুশন: ফুল এইচডি+ ১০৮০×২৪০০ পিক্সেল(৩৯৫ পিপিআই) এবং ফোনটি এমোলেড ডিসপ্লের।ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে রেইনফোর্সড গ্লাস।
ক্যামেরা
ফোনটার ক্যামেরাতে আছে তিনটা লেন্স। ৬৪ মেগাপিক্সেলের ১টি মেইন ক্যামেরা,৫ মেগাপিক্সেলের ১টি আলট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ১টি ম্যাক্রো ক্যামেরা। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।ফোনটাতে 4k ভিডিও করা যায় না।তবে ফোনের দাম অনুযায়ী ফোরকে ভিডিও করা গেলে ওভারঅল অনেক ভালো বলা যেত।
নেটওয়ার্ক
মুঠোফোনটি ২জি,৩জি,৪জি এবং ৫জি সাপোর্টেড। যেখানে অনেক হাই প্রাইজের ফোনে এখনও ৫জি নেটওয়ার্কিং সিস্টেম দিচ্ছে না সেখানে X9A ফোনটিতে ৫জি চলে এসেছে।যদিও এই ফোনটির প্রাইজ কম বলা চলে না।
পারফরমেন্স
স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ইউআই ৬.১ অ্যান্ড্রয়েড ১২ তে।এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ১৩ থাকলে বেশি ভালো হতো।ফোনটিতে প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫, ৫জি।এই প্রসেসরটা আমরা অনেক ফোনেই পেয়ে থাকি। তবে এই দাম হিসেবে ফোনটাতে আরেকটু ভালো চীপ দিতে পারতো।
র্যাম এবং রোম
এটার র্যাম ভেরিয়ান্ট পাওয়া যায় দুই রকমের। ৬ জিবি র্যাম এবং, ৮ জিবি র্যাম।রোম হিসেবে আছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।
ব্যাটারি
এই ফোনটির যে বিষয়টা আপনাকে অনেক হ্যাপি করবে সেটা হল ফোনটির ব্যাটারি ব্যাকআপ। ফোনটিতে আছে ৫১০০ এমএএইচ ব্যাটারী।সব মিলিয়ে ফোনটাকে নিয়ে আপনার যে সামান্য দুঃখ কষ্ট আছে এর ব্যাটারি পারফরম্যান্স আপনাকে সব ভুলিয়ে দেবে।
যে কারণে Honor X9A ফোনটি আপনার পছন্দ হবে
- ✅অসাধারণ ডিজাইন
- ✅ফোনটির থিকনেস
- ✅5100 mAh ব্যাটারী
- ✅ফোনটিতে আছে সকলের পছন্দের Amoled ডিসপ্লে
- ✅ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ✅40w ফাস্ট চার্জিং
- ✅ভালো অডিও কোয়ালিটি
যে কারণে Honor X9A ফোনটি আপনারা অপছন্দের হতে পারে
- ❌অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১২
- ❌মাইক্রো এসডিস্লট নেই
- ❌৩.৫ এমএম জ্যাকের অনুপস্থিতি
- ❌ফোনে রেডিও অপশন নেই
- ❌ফোনে ওয়াটার রেসিস্টেন্স নেই অর্থাৎ ফোনে পানি প্রতিরোধী ব্যবস্থা নেই
- ❌দাম অনুযায়ী ফোনের ক্যামেরা পিছিয়ে আছে
Honor x9a কি গুগল আছে
এই ফোনে গুগলের জিএসএম সার্ভিস,গুগল প্লে-স্টোর,ম্যাপস সবকিছুই ব্যবহার করা যাবে।যারা google সাপোর্টেড কিনা এই ভয়ে তারা ফোনটি এতদিন কিনছিলেন না তারা নির্ভয়ে ফোনটি কিনতে পারেন।
মালয়েশিয়ায় honor x9a দাম কত
মালয়েশিয়াতেও অনার ফোনের চাহিদা আছে । মালয়েশিয়ার মুদ্রা কি বলা হয় মালয়েশিয়ান রিংগিত। তাদের দেশের মুদ্রা অনুযায়ী ফোনটির দাম RM 1059 অর্থাৎ বাংলা টাকায় প্রায় ২৫ হাজার টাকার মত। তবে মার্কেট অনুযায়ী দাম কম বেশি হতে পারে।
1 thought on “Honor X9A এর প্রাইজ এবং স্পেসিফিকেশন ”