Honor 90 প্রাইজ এবং স্পেসিফিকেশন

হ্যালো মোবাইল প্রেমি জনগণ আপনাদের যদি এই মুহূর্তে এখন জিজ্ঞাসা করি ৫০ হাজার টাকা বাজেট থাকলে কোন ফোনটা কিনবেন? অধিকাংশ মানুষেরই উত্তর থাকবে Samsung অথবা Pixel.তবে আমি আজ আপনাদের সাথে অসাধারণ একটা ফোনের কথা বলতে চলেছি।সেটি হলো Honor 90।অনারের কথা শুনলেই অনেকের মধ্যে ভয় কাজ করতে পারে এটাতো গুগল সাপোর্টেড না।কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই Huawei থেকে Honor আলাদা হয়ে গিয়েছে এবং ফোনটাতে গুগল প্লে স্টোর,জিএসএম সার্ভিস,গুগল ম্যাপস সবই সাপোর্ট করে।

Honor 90 ফোনের রিলিজ তারিখ

ফোনটির সিম্পল গর্জিয়াস লুক আপনাকে আকর্ষিত  করবে।সাথে ক্যামেরার জাদু তো আছেইফোনটি অ্যানাউন্সমেন্ট করা হয় মে ২৯,২০২৩ তারিখে এবং রিলিজ করা হয় ২০২৩ সালের ৭ জুন। 

Honor X9A এর প্রাইজ এবং স্পেসিফিকেশন 

অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইজ এবং স্পেসিফিকেশন | Apple iphone 14 Pro Max Price and Specification

Honor 90 এর দাম

ফোনের কথা আসলেই আগে দাম জানতে ইচ্ছা করে তাই না? এজন্য দাম জানাতে চলে এসেছি আপনাদের কাছে।ফোনটা আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন শপে। আনঅফিশিয়াল হওয়ায় বিভিন্ন শপে দামের তারতম্য থাকতে পারে।

অফিসিয়াল -১২/৫১২ জিবি ভেরিয়েন্টের মূল্য ৫৭০০০ টাকা

(প্রি-বুকিং প্রাইজ)

আনঅফিসিয়াল -৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য ৪৭০০০ টাকা

(বিভিন্ন শপে দামের তারতম্য হতে পারে) 

Honor 90 এর স্পেসিফিকেশন 

কালার

আগে দর্শনধারী পরে গুণবিচারী। এই ফোনটাতে একটা ইউনিক ডিজাইন প্যাটার্ন রয়েছে। 

  • মিডনাইট ব্ল্যাক 
  • এমারেল্ড গ্রীন
  • ডায়মন্ড সিলভার
  • পিকক ব্লু

ডিসপ্লে

ফোনটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চি।ফোনটির রেজোল্যুশন: ফুল এইচডি+ ১২০০×২৬৬৪ পিক্সেল(৪৩৫ পিপিআই) এবং ফোনটি এমোলেড  ডিসপ্লের এবং ডিসপ্লের চারদিকেই কার্ভ।

ক্যামেরা

ফোনটার ক্যামেরাতে আছে তিনটা লেন্স। ২০০ মেগাপিক্সেলের ১টি মেইন ক্যামেরা,১২ মেগাপিক্সেলের ১টি আলট্রাওয়াইড ক্যামেরা এবং মেগাপিক্সেলের ১টি ডেপথ্ ক্যামেরা। সামনে আছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।ফোনটাতে 4k@ 30fps এর ভিডিও করা যায়।ডে লাইটে মেইন ক্যামেরা অনেক ভালো রেজাল্ট দেয়।ডায়নামিক রেঞ্জ টাও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে।নাইট লাইটেও ক্যামেরা খারাপ বলা চলে না। 

নেটওয়ার্ক 

মুঠোফোনটি ২জি,৩জি,৪জি এবং ৫জি সাপোর্টেড। অনেক হাই প্রাইজের ফোনে এখনও ৫জি নেটওয়ার্কিং সিস্টেম দেয়নি তবে Honor 90 ফোনটিতে ৫জি নিয়ে এসেছে।

পারফরমেন্স 

প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 7 Gen 1 থাকছে।এটা রান করছে  MagicOs ভার্সন 7.1 Android 13 এর উপর ভিত্তি করে। আপনি যদি হেবি গেমার না হয়ে থাকেন অর্থাৎ মিডিয়াম লেভেলের গেমার হন এবং এরকম প্রাইজ পয়েন্টে রেগুলার পারফরমেন্স ভালো চান সেক্ষত্রে ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে।

র‍্যাম এবং রোম

এই ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 

৮/২৫৬জিবি 

১২/২৫৬জিব

১৬/২৫৬জিবি

১২/৫১২জিবি

১৬/৫১২জিবি

তবে অবশ্যই মনে রাখতে হবে র‍্যাম এবং রোমের ভেরিয়েন্ট অনুসারে ফোনের দামের পার্থক্য হয়ে থাকে 

ব্যাটারি

ফোনে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।বোঝার উপায় নেই এত পাতলা ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি আছে।ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল। এছাড়া ফোনের সাথে পেয়ে যাবেন ৬৬ ওয়াটের একটি চার্জিং সিস্টেম।

ইন্ডিয়াতে Honor 90 এর দাম কত

ইন্ডিয়াতে Honor ফোনের চাহিদা আছে। ইন্ডিয়ান মুদ্রাকে বলা হয় রুপি। তাদের দেশের মুদ্রা অনুযায়ী অনার ৯০ (৮/২৫৬) এর মূল্য Rs 30999 অর্থাৎ বাংলা টাকায় ৪১০০০ টাকার মতো। তবে মার্কেট অনুযায়ী দাম কম বেশি হতে পারে। 

দুবাইয়ে Honor 90 এর দাম কত

দিরহাম হলো দুবাইয়ের মুদ্রা।সে দেশের মুদ্রা অনুযায়ী 

অনার ৯০ এর ৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য AED 1599 অর্থাৎ বাংলা টাকায় ৪৮০০০ টাকা মতো।অন্যদিকে ১২/৫১২ জিবি ভেরিয়েন্টের মূল্য AED 1999 অর্থাৎ বাংলা টাকায় ৬০০০০ টাকার কাছাকাছি। তবে বিভিন্ন শপ অনুযায়ী দাম কম বেশি হতে পারে। 

সৌদি আরবে Honor 90 এর দাম কত

রিয়াল হলো সৌদি আরবের মুদ্রা।সে দেশের মুদ্রা অনুযায়ী অনার ৯০ এর ৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য SAR 1699 অর্থাৎ বাংলা টাকায় ৫০০০০ টাকা মতো।অন্যদিকে ১২/৫১২ জিবি ভেরিয়েন্টের মূল্য SAR 2099 অর্থাৎ বাংলা টাকায় ৬২০০০ টাকার কাছাকাছি। তবে বিভিন্ন শপ অনুযায়ী দাম কম বেশি হতে পারে। 

যে কারণ Honor 90 ফোনটি আপনার পছন্দ হবে

  • ✅সিম্পল এর মধ্যে গর্জিয়াস মডেল 
  • ✅ফোনটির থিকনেস 
  • ✅তুলনামূলক ভালো ক্যামেরা
  • ✅5000mah ব্যাটারি
  • ✅Amoled Curved ডিসপ্লে
  • ✅ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 
  • ✅৬৬ ওয়াটের ফাস্ট চার্জার

যে কারণে Honor 90 ফোনটি আপনার অপছন্দ হতে পারে 

  • ❌দাম অনুযায়ী ফোনে ওয়াটার রেসিস্টেন্স নেই অর্থাৎ ফোনে পানি প্রতিরোধ ব্যবস্থা নেই 
  • ❌মাইক্রো এসডিস্লট নেই 
  • ❌৩.৫ এমএম জ্যাকের অনুপস্থিতি 
  • ❌ফোনে রেডিও অপশন নেই 
  • ❌দাম অনুযায়ী ফোনের প্রসেসর কিছুটা পিছিয়ে আছে