১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা

NTRCA এর পূর্ণরূপ হলো –Non-Government Teachers’ Registration & Certification Authority। যার কাজ হলো সারাদেশের বেসরকারি শিক্ষকদের রেজিষ্ট্রেশন এবং সার্টিফিকেশন করে থাকে।

অর্থাৎ যাদের বেসরকারি স্কুল বা কলেজের শিক্ষক ও লেকচারার হওয়ার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই NTRCA তে রেজিষ্ট্রেশন করতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে।

আরো জানুনঃ ২০২৪ সালের ছুটির তালিকা

নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬০০০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়। 

  • সাটিফিকেট নম্বর-১২
  • মৌখিক নম্বর-০৮

আরো জানুনঃ অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইজ এবং স্পেসিফিকেশন

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা ২০২৩

ক্রমিক নংপদের নাম সর্বশেষ এমপিও নীতিমালা অনুসারে
পরীক্ষার সংশ্লিষ্ট বিষয় বা ট্রেড  
শিক্ষা প্রতিষ্ঠানের ধরন 
সর্বশেষ এমপি ও নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষকতা যোগ্যতা
(নূন্যতম)
১.সহকারী শিক্ষক (বাংলা)বাংলানিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)

মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম)

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি বা সমমান।
দাখিল মাদরাসা (১ম-১০ম)

আলিম মাদরাসা (১ম-১২শ)

ফাজিল মাদরাসা (১ম-১৫শ)

কামিল মাদরাসা (১ম-১৭শ)
অথবা
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য হবে না।
২.সহকারী শিক্ষক (বাংলা)বাংলাএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 

দাখিল ভোকেশনাল মাদরাসা
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের  ৩০০ নম্বরের বাংলাসহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ২য় শ্রেণী।

অথবা, 
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের ৩০০ নম্বরের বাংলাসহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৩.সহকারী শিক্ষক (ইংরেজি)ইংরেজিনিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)

মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)

দাখিল মাদরাসা (১ম-১০ম)

আলিম মাদরাসা (১ম-১২শ)

ফাজিল মাদরাসা (১ম-১৫শ)

কামিল মাদরাসা (১ম-১৭শ)
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি বা সমমান।

অথবা,
২.স্নাতক পর্যায়ের ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজি সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ের স্নাতক (সম্মান) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য হবে না।
৪.সহকারী শিক্ষক (ইংরেজি)ইংরেজিএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 

দাখিল
ভোকেশনাল মাদরাসা
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের  ৩০০ নম্বরের ইংরেজিসহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ২য় শ্রেণী। 

অথবা, 
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের ৩০০ নম্বরের ইংরেজিসহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৫.সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান)সামাজিক বিজ্ঞান 
[ ১।অর্থনীতি 
২।রাষ্ট্রবিজ্ঞান 
৩।ইতিহাস 
৪।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 
৫।সমাজবিজ্ঞান 
৬।সমাজকল্যাণ/সমাজকর্ম 
৭।ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)

মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)

দাখিল মাদরাসা (১ম-১০ম)

আলিম মাদরাসা (১ম-১২শ)

ফাজিল মাদরাসা (১ম-১৫শ)

কামিল মাদরাসা (১ম-১৭শ)
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রী বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান। 

অথবা,
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য হবে না।
৬.সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান)সামাজিক বিজ্ঞানএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 

দাখিল ভোকেশনাল মাদরাসা
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রী বা সমমান ও বিএড ২য় শ্রেণি। 

অথবা,
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭.সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)ব্যবসায় শিক্ষামাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)

দাখিল মাদরাসা (১ম-১০ম)

আলিম মাদরাসা (১ম-১২শ)

ফাজিল মাদরাসা (১ম-১৫শ)

কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বা ব্যবসায়িক শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
৮.সহকারী শিক্ষক
(গণিত)
গণিতনিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)

মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)

দাখিল মাদরাসা (১ম-১০ম)

আলিম মাদরাসা (১ম-১২শ)

ফাজিল মাদরাসা (১ম-১৫শ)

কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
৯.সহকারী শিক্ষক
(গণিত)
গণিতএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় গণিত বিষয়সহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ২য় শ্রেণি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় গণিত বিষয়সহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
১০.সহকারী শিক্ষক
(ভৌত বিজ্ঞান)
ভৌত বিজ্ঞান 
[ ১।পদার্থবিজ্ঞান ও 
২।রসায়ন ]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
দাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রী বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
১১.সহকারী শিক্ষক
(পদার্থবিজ্ঞান)
পদার্থবিজ্ঞানএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিষয়সহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ২য় শ্রেণি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিষয়সহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে ।
১২.সহকারী শিক্ষক
(রসায়ন)
রসায়নএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসাশন বিষয়সহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ২য় শ্রেণি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
১৩.সহকারী শিক্ষক
(জীববিজ্ঞান)
জীববিজ্ঞান
[ ১।উদ্ভিদবিজ্ঞান ২।প্রাণিবিজ্ঞান ]
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
দাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদবিজ্ঞানসহ স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রী বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদবিজ্ঞানসহ ডিগ্রি বা সমমান। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
১৪.সহকারী শিক্ষক
(গার্হস্থ্য বিজ্ঞান)
গার্হস্থ্য অর্থনীতিনিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
দাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রী বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
১৫.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা)
ইসলাম শিক্ষানিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
ইসলাম ধর্মের ক্ষেত্রে (স্বীয় ধর্মের) ঃ
(ক)ফাজিল ডিগ্রী ও বিএড ডিগ্রি বা সমমান। 
(খ)ফাজিল বা সমমান ডিগ্রি
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
১৬.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা)
হিন্দুধর্ম শিক্ষানিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
হিন্দু ধর্মের ক্ষেত্রে (স্বীয় ধর্মের) ঃ
(ক)উপাধি ডিগ্রিসহ স্নাতক ডিগ্রি বা সমমান।

অথবা,
সংস্কৃত বিষয়সহ স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি বা সমমান।
(খ)সংস্কৃত বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান।
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
১৭.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা))
বৌদ্ধধর্ম শিক্ষানিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে (স্বীয় ধর্মের) ঃ
(ক)পালি বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি। 
(খ)পালি বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান।
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
১৮.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা)
খ্রিষ্টধর্ম শিক্ষা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
খ্রিষ্ট ধর্মের ক্ষেত্রে (স্বীয় ধর্মের) ঃ
(ক)থিওলজিক্যাল কোর্স সম্পন্নকরণসহ স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি।
(খ)থিওলজিক্যাল কোর্স সম্পন্নকরণসহ স্নাতক ডিগ্রি।
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
১৯.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা)
ইসলাম শিক্ষাএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
ইসলাম ধর্মের ক্ষেত্রেঃ
নূন্যতম ২য় শ্রেণির ফাজিল ডিগ্রি। 
সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
২০.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা)
হিন্দুধর্ম শিক্ষাএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
হিন্দুধর্মের ক্ষেত্রেঃ
উপাধি ডিগ্রি বা সংস্কৃত বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।
সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
২১.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা)
বৌদ্ধধর্ম শিক্ষাএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
বৌদ্ধধর্মের ক্ষেত্রেঃ
পালি বিষয়সহ স্নাতক ডিগ্রি। 
সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
২২.সহকারী শিক্ষক
(ধর্ম ও নৈতিক শিক্ষা)
খ্রিষ্টধর্ম শিক্ষা এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
খ্রিষ্টধর্মের ক্ষেত্রেঃ
থিওলজিক্যাল কোর্স সম্পন্নকরণসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। 
সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
২৩.সহকারী শিক্ষক
(কৃষি)
কৃষি শিক্ষানিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
ক)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিচের যেকোন ০১ টি বিষয়সহ স্নাতক বা সমমান থাকতে হবে:
কৃষি/কৃষি  অর্থনীতি/মৎস্য/পশুপালন/কৃষি  প্রকৌশল/বনবিদ্যা/পরিবেশ বিজ্ঞান/জেনেটিক ইঞ্জিনিয়ারিং/মৃত্তিকা বিজ্ঞান ডিভিএম

অথবা,
কৃষি ডিপ্লোমা বা সমমান।
(উপরে বর্ণিত সংশ্লিষ্ট বিষয়সহ বিএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবে।)

অথবা,
উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকসহ বিএড ডিগ্রি। 
(খ)উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।
বিএড ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে।
২৪.সহকারী শিক্ষক
(কৃষি)
কৃষি শিক্ষাদাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএডসহ নিচের উল্লেখিত যে কোন একটি ডিগ্রি বা সমমান থাকতে হবে।
বিএসসি (পাস বা সম্মান)  [কৃষি/কৃষি  অর্থনীতি/মৎস্য/পশুপালন/কৃষি  প্রকৌশল/বনবিদ্যা/পরিবেশ বিজ্ঞান/জেনেটিক ইঞ্জিনিয়ারিং/মৃত্তিকা বিজ্ঞান ডিভিএম]।

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিচের উল্লেখিত যে কোন একটি ডিগ্রি বা সমমান থাকতে হবে।
বিএসসি (পাস বা সম্মান)  [কৃষি/কৃষি  অর্থনীতি/মৎস্য/পশুপালন/কৃষি  প্রকৌশল/বনবিদ্যা/পরিবেশ বিজ্ঞান/জেনেটিক ইঞ্জিনিয়ারিং/মৃত্তিকা বিজ্ঞান ডিভিএম]।

অথবা,
কৃষি ডিপ্লোমা বা সমমান।
সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
২৫.সহকারী শিক্ষক
(কৃষি)
কৃষি শিক্ষাএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন কৃষি/কৃষি  অর্থনীতি/মৎস্য/প্রাণী চিকিৎসা ও উৎপাদন/পশুপালন/কৃষি/প্রকৌশল/ডিভিএম/মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি।

অথবা,
০৩ বা ০৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমায় ২য় বিভাগ বা সিজিপিএ সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতিত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
২৬.সহকারী শিক্ষক
(চারু ও কারুকলা)
চারু ও কারুকলা)নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রী বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০১ বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস।
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০১ বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস।
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
২৭.সহকারী শিক্ষক
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
১.কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি (আইটি.) বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান।

অথবা,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০১ বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি। 
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি. বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান।

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০১ বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি।
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
২৮.সহকারী শিক্ষক
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিদাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি (আইটি)/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান। 

অথবা,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রী বা সমমান। 
সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য।
২৯.সহকারী শিক্ষক
(শারীরিক শিক্ষা)/শরীরচর্চা শিক্ষক
শারীরিক শিক্ষা ও ক্রীড়ানিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
দাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী বা সমমান ও বিএড ডিগ্রী বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণি বা সম্মান গ্রহণযোগ্য হবে না। বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে এ পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন।
৩০.সহকারী শিক্ষক
(শরীরচর্চা)
শারীরিক শিক্ষা ও ক্রীড়াএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতক ডিগ্রি এবং সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিজিক্যাল এডুকেশন এ ডিপ্লোমা অথবা ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) বিপিএড।

অথবা,
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতকসহ জুনিয়র ডিপ্লোমা বা ফিজিক্যাল এডুকেশন প্রশিক্ষণপ্রাপ্ত।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৩১.জুনিয়র ইন্সট্রাক্টর 
(শরীর চর্চা)
শারীরিক শিক্ষা ও ক্রীড়াশারীরিক শিক্ষা ও ক্রীড়া 
এইচএসসি (ভোকেশনাল) কলেজ বা ইনস্টিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রিসহ ফিজিক্যাল এডুকেশন এ ডিপ্লোমা। 

অথবা,
২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) বিপিএড। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতিত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৩২.সহকারী শিক্ষক
(শরীরচর্চা)
শারীরিক শিক্ষা ও ক্রীড়াএইচ এস সি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ বা ইনস্টিটিউটকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রিসহ ফিজিক্যাল এডুকেশন এ ডিপ্লোমা। 

অথবা,
২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) বিপিএড। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতিত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৩৩.সহকারী প্রশিক্ষক 
(শরীর চর্চা)
শারীরিক শিক্ষা ও ক্রীড়াডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রিসহ ফিজিক্যাল এডুকেশন এ ডিপ্লোমা। 

অথবা,
২য় শ্রেণীর (সমমান সিজিপিএ) বিপিএড। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতিত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৩৪.প্রদর্শক 
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিউচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্যপ্রযুক্তি (আইটি) বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান।

অথবা,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি। 
সমগ্র শিক্ষা জীবনের ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৩৫.প্রদর্শক 
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিআলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা সমমান।

অথবা,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স ডিগ্রি বা সমমান।
সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১ টি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য।
৩৬.কম্পিউটার প্রদর্শকতথ্য ও যোগাযোগ প্রযুক্তিএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 

দাখিল ভোকেশনাল মাদরাসা

এইচএসসি (ভোকেশনাল) কলেজ বা ইনস্টিটিউট 

এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ বা ইনস্টিটিউট

ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২য় বিভাগ (সমমান সিজিপিএ) 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৩৭.প্রদর্শক
(পদার্থবিজ্ঞান)
পদার্থবিজ্ঞানউচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় বিভাগে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রী বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ০১ টির বেশি ৩য় শ্রেণি বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৩৮.প্রদর্শক
(রসায়ন)
রসায়নউচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় বিভাগে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রী বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ০১ টির বেশি ৩য় শ্রেণি বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৩৯.প্রদর্শক
(উদ্ভিদবিজ্ঞান)
উদ্ভিদবিজ্ঞানউচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় বিভাগে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রী বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ০১ টির বেশি ৩য় শ্রেণি বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৪০.প্রদর্শক
(প্রাণিবিজ্ঞান)
প্রাণিবিজ্ঞানউচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় বিভাগে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রী বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ০১ টির বেশি ৩য় শ্রেণি বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৪১.প্রদর্শক
(পদার্থবিজ্ঞান)
পদার্থবিজ্ঞানআলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য় বিভাগে স্নাতক ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যেকোনো একটি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে। 

অথবা,
স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের ২য় শ্রেণি থাকলে অন্যান্য পর্যায়ে যেকোনো একটি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে।
৪২.প্রদর্শক
(রসায়ন)
রসায়নআলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য় বিভাগে স্নাতক ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যেকোনো একটি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে। 

অথবা,
স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের ২য় শ্রেণি থাকলে অন্যান্য পর্যায়ে যেকোনো একটি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে।
৪৩.প্রদর্শক
(জীববিজ্ঞান)
জীববিজ্ঞান
( উদ্ভিদবিজ্ঞান/
প্রাণিবিজ্ঞান )
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য় বিভাগে স্নাতক ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যেকোনো একটি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে। 

অথবা,
স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের ২য় শ্রেণি থাকলে অন্যান্য পর্যায়ে যেকোনো একটি ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে।
৪৪.সহকারি মৌলভীআরবিদাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
১.বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল ডিগ্রিসহ বিএড বা বিএমএড বা সমমান।

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ,দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ,আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে ০৪ বছরের অনার্স (সম্মান) ডিগ্রি। 

অথবা,
শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ০৪ বছরের অনার্স (সম্মান) ডিগ্রী। 
২.বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল ডিগ্রী। 

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাসমূহ হতে ফাজিল ডিগ্রি। 
সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে।
৪৫.ইবতেদায়ি শিক্ষকভাষা ( বাংলা ও ইংরেজি ) দাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
এইচএসসি বা সমমান 
সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১ টি ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে।
৪৬.ইবতেদায়ি মৌলভীকুরআন মাজীদ, তাজবীদ ও ফিকহদাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে আলিম ডিগ্রি।
সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে।
৪৭.ইবতেদায়ি ক্বারীকুরআন মাজীদ, তাজবীদ ও ফিকহদাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দাখিল মুজাব্বিদ অথবা আলিম মুজাব্বিদ মাহির।
সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১ টি ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে।
৪৮.সহকারি মৌলভী
(ক্বারী)
তাজবিদদাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দাখিল (মুজাব্বিদ) সহ ফাজিল ডিগ্রি। 

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা সমূহ হতে দাখিল (মুজাব্বিদ) সহ ফাজিল ডিগ্রি। 

অথবা,
দাখিল (মুজাব্বিদ) সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অনার্স ডিগ্রি। 
সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ০১ টিতে ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৪৯.সহকারী শিক্ষক 
(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানমাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়সহ স্নাতক ডিগ্রী বা সমমান। 

অথবা,
২.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী বা সমমানসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। 
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৫০.সহকারী শিক্ষক 
(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানদাখিল মাদরাসা (১ম-১০ম)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে ফাজিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। 
সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১ টি ৩য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে।
৫১.সহকারী শিক্ষক 
(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানএসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
দাখিল ভোকেশনাল মাদরাসা
এইচএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 
এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ বা ইনস্টিটিউট 
ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট 
ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট
কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ২য় বিভাগে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৩য় শ্রেণীর স্নাতক ডিগ্রী বা সমমানসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৫২.ট্রেড ইন্সট্রাক্টর 
(সংশ্লিষ্ট ট্রেড)
১.ফুট প্রসেসিং 
২.সিভিল কনস্ট্রাকশন 
৩.জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 
৪.জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস 
৫.ড্রেস মেকিং 
৬.ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি 
৭.জেনারেল ম্যাকানিক্স 
৮.রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 
৯.প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং 
১০.ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন 
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ
কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম ২য় বিভাগে (সমমান সিজিপিএ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন বা ডিপ্লোমা ইন টেক্সটাইল বা কৃষি ডিপ্লোমা [০৩ অথবা ০৪ বছর মেয়াদি]
সমগ্র শিক্ষা জীবনে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৫৩.ট্রেড ইন্সট্রাক্টর 
(সংশ্লিষ্ট ট্রেড)
১.এগ্রোবেসড ফুড
২.জেনারেল ইলেকট্রনিক্স 
৩.অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিকস (অটোমোটিভ) 
৪.সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি (বিল্ডিং মেইনটেন্স বা সিভিল কনস্ট্রাকশন) 
৫.আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) 

৬.এপারেল ম্যানুফেকচারিং বেসিকস (ড্রেস মেকিং)
৭.ফার্ম মেশিনারি 
৮.ফিস কালচার অ্যান্ড ব্রিডিং বা শ্রিম্প কালচার অ্যান্ড ব্রিডিং 
৯.ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন
১০.জেনারেল ম্যাকানিক্স 
১১.পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং 
১২.জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস
১৩.রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং

১৪.ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন 
১৫.ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
১৬.সিভিল ড্রাফটিং উইথ ক্যাড
১৭.মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড
১৮.লাইভস্টক রিয়ারিং অ্যান্ড ফার্মিং
১৯.পেশেন্ট কেয়ার
২০.প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং
২১.আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড
এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট 

দাখিল ভোকেশনাল মাদরাসা
কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম ২য় বিভাগে (সমমান সিজিপিএ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন বা কৃষি ডিপ্লোমা ( ০৩ অথবা ০৪ বছর মেয়াদি)
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো ০১ টি ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
৫৪.গ্রন্থাগার প্রভাষকগ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে অনার্সসহ ৩য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী বা সমমান। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম ২য় বিভাগ বা শ্রেণী বা সমমান থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রি গুলোতে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৫৫.গ্রন্থাগার প্রভাষকগ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। 
সমগ্র জীবনে যে কোনো ০১ টি ৩য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে।
৫৬.প্রভাষক
(সংশ্লিষ্ট বিষয়)
১.বাংলা 
২.ইংরেজি 
৩.অর্থনীতি 
৪.রাষ্ট্রবিজ্ঞান 
৫.ইতিহাস 
৬.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 
৭.দর্ষন
৮.সমাজবিজ্ঞান 
৯.সমাজকল্যাণ বা সমাজকর্ম 
১০.মনোবিজ্ঞান 
১১.সংস্কৃত 
১২.পদার্থবিজ্ঞান 
১৩.রসায়ন 
১৪.গণিত 
১৫.প্রাণিবিজ্ঞান 
১৬.উদ্ভিদবিজ্ঞান 
১৭.ভূগোল ও পরিবেশ বিজ্ঞান 
১৮.পরিসংখ্যান 
১৯.মৃত্তিকা বিজ্ঞান 
২০.ব্যবস্থাপনা 
২১.গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান 
২২.ইসলাম শিক্ষা 
২৩.পালি 
২৪.হিসাব বিজ্ঞান 
২৫.কৃষিবিজ্ঞান 
২৬.গার্হস্থ্য অর্থনীতি 
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
আলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণী বা সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে নূন্যতম ২য় বিভাগ বা শ্রেণি বা সমমান থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রিগুলোতে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৫৭.প্রভাষক
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিউচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম ২য় বিভাগ বা শ্রেণি বা সমমান থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রিগুলোতে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৫৮.প্রভাষক
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিআলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে ০৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। 
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি এবং ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ০১ টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৫৯.প্রভাষক
(ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স)
( ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ) 
ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স [ ১.ফিন্যান্স ২.ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ]
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
ফিন্যান্স বা ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

অথবা, 
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে ফিন্যান্স বা ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিষয়সহ ফিন্যান্স বা ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ০১ টির বেশি ৩য় শ্রেণি বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৬০.প্রভাষক
(উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন)
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন [ ১.মার্কেটিং ২.ইন্টারন্যাশনাল বিজনেস ৩.ম্যানেজমেন্ট ]উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
মার্কেটিং বা ইন্টারন্যাশনাল বিজনেস বা ম্যানেজমেন্ট বিষয়ে  বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে মার্কেটিং বা ইন্টারন্যাশনাল বিজনেস বা ম্যানেজমেন্ট বিষয়সহ মার্কেটিং বা ইন্টারন্যাশনাল বিজনেস বা ম্যানেজমেন্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। 
বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে নূন্যতম২য় বিভাগ বা শ্রেণী বা সমমান থাকতে হবে এবং অন্যান্য  ডিগ্রিগুলোতে ০১ টির বেশি ৩য় শ্বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৬১.প্রভাষক (আরবি)
শুধুমাত্র মাদ্রাসার জন্য
আরবিআলিম মাদরাসা (১ম-১২শ)
ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
কামিল মাদরাসা (১ম-১৭শ)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রি। 

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিস বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর  ডিগ্রি।

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি।
সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোনো ০১ টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৬২.প্রভাষক (আরবি)  
শুধুমাত্র কলেজের জন্য
আরবিউচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

অথবা,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর  মেয়াদি  ২য় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।
বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম ২য় বিভাগ বা শ্রেণি বা সমমান থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রি গুলোতে ০১ টির বেশি ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।
৬৩.প্রভাষক (হাদীস)হাদীসকামিল মাদরাসা (১ম-১৭শ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রি।

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি।

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি। 
সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ০১ টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৬৪.প্রভাষক (তাফসীর)তাফসীরকামিল মাদরাসা (১ম-১৭শ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রি।

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি।

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি। 
সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ০১ টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৬৫.প্রভাষক (ফিকহ)ফিকহকামিল মাদরাসা (১ম-১৭শ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রি।

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি।

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি। 
সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ০১ টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৬৬.প্রভাষক (আদব)আদবকামিল মাদরাসা (১ম-১৭শ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রি।

অথবা,
ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি।

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি। 
সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ০১ টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৬৭.প্রভাষক (বাংলা)বাংলাএইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ বা ইনস্টিটিউট কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৬৮.প্রভাষক (ইংরেজি)ইংরেজিএইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ বা ইনস্টিটিউট কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান।
 
অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৬৯.প্রভাষক (গণিত)গণিতএইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ বা ইনস্টিটিউট কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭০.প্রভাষক (ব্যবস্থাপনা)ব্যবস্থাপনাএইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ বা ইনস্টিটিউট কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭১.ইন্সট্রাক্টর (টেক) – কৃষিকৃষিডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য়  শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতক বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭২.ইন্সট্রাক্টর (টেক) – প্রাণি চিকিৎসা ও উৎপাদনপ্রাণি চিকিৎসা ও উৎপাদনডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য়  শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতক বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭৩.ইন্সট্রাক্টর (টেক) – মৎস্যমৎস্যডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য়  শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতক বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭৪.ইনস্ট্রাকটর (টেক) – কৃষি প্রকৌশলকৃষি প্রকৌশলডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য়  শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতক বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭৫.ইন্সট্রাক্টর (নন-টেক) – বাংলাবাংলাডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭৬.ইন্সট্রাক্টর (নন-টেক) – ইংরেজিইংরেজিডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭৭.ইন্সট্রাক্টর (নন-টেক) গণিত, পরিমিতি ও পরিসংখ্যানগণিত, পরিমিতি ও পরিসংখ্যানডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭৮.ইনস্ট্রাক্টর (নন-টেক) – পদার্থপদার্থডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৭৯.ইন্সট্রাক্টর (নন-টেক) – রসায়নরসায়নডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউট 

ডিপ্লোমা ইন ফিশারিজ ইন্সটিটিউট
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৮০.ইনস্ট্রাক্টর (নন-টেক) – ব্যবস্থাপনাব্যবস্থাপনাডিপ্লোমা ইন এগ্রিকালচার ইন্সটিটিউটকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।
৮১.ইন্সট্রাক্টর (নন-টেক) – হিসাববিজ্ঞানহিসাববিজ্ঞানডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউটকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) অনার্স ডিগ্রি বা সমমান।
 
অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছর মেয়াদি অনার্স ডিগ্রিসহ ২য় শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি। 

অথবা,
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির (সমমান সিজিপিএ) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ০১টি ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।