২০২৩ বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে
২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এশিয়া মহাদেশে।আর এশিয়া মহাদেশের সে দেশটির নাম হলো ইন্ডিয়া।পুরুষদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টটি ১৩শ আসর হিসেবে ২০২৩ সালের অক্টোবর এবং নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এটি হবে ভারতে আয়োজিত টুর্নামেন্টটির চতুর্থ আসর।
২০২৩ বিশ্বকাপে কত দল অংশগ্রহণ করবে?
২০২৩ ক্রিকেট বাছাইপর্ব থেকে ১০টি দল আনুষ্ঠানিকভাবে মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে।
দলগুলো হলো-
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড,
ইন্ডিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
প্রত্যেক দলের সম্ভাব্য স্কোয়াড
আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড
হাশমতুল্লাহ শাহিদি(সি),রহমানুল্লাহ গুরবাজ,ইব্রাহিম জাদরান,রিয়াজ হাসান,রহমত শাহ,নাজিবুল্লাহ জাদরান,মোহাম্মদ নবী,ইকরাম আলীখিল,আজমতুল্লাহ ওমরজাই,রশিদ খান,মুজিব উর রহমান,নূর আহমদ,ফজলহক ফারুকী,আবদুল রহমান,নবীন উল হক।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড
প্যাট কামিন্স(সি),স্টিভ স্মিথ,অ্যালেক্স কেরি,জশ ইঙ্গলিস,শন অ্যাবট,ক্যামেরন গ্রিন,জশ হ্যাজেলউড,ট্র্যাভিস হেড,মার্নাস লাবুসচেন,মিচ মার্শ,গ্লেন ম্যাক্সওয়েল,মার্কাস স্টয়নিস,ডেভিড ওয়ার্নার,অ্যাডাম জাম্পা,মিচেল স্টার্ক।
বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ২০২৩
সাকিব আল হাসান(সি),লিটন কুমার দাস,তানজিম হাসান তামিম,নাজমুল হোসেন শান্ত(ভিসি),তাওহিদ হৃদয়,মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ,মেহেদি হাসান মিরাজ,নাসুম আহমেদ,শাক মেহেদী হাসান,তাসকিন আহমেদ,মুস্তাফিজুর রহমান,মাহবুবুর রহমান,শরিফুল ইসলাম,তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড
জস বাটলার(সি),মঈন আলি,গাস অ্যাটকিনসন,জনি বেয়ারস্টো,স্যাম কুরান,লিয়াম লিভিংস্টোন,ডেভিড মালান,আদিল রশিদ,জো রুট,হ্যারি ব্রুক,বেন স্টোকস,রিস টপলে,ডেভিড উইলি,মার্ক উড,ক্রিস ওকস।
ইন্ডিয়া বিশ্বকাপ স্কোয়াড
রোহিত শর্মা(সি),হার্দিক পাণ্ড্য(ভিসি),শুভমান গিল,বিরাট কোহলি,শ্রেয়াস,আইয়ার,কেএল রাহুল,রবীন্দ্র জাদেজা,শার্দুল ঠাকুর,জাসপ্রিত বুমরাহ,মোহাম্মদ সিরাজ,কুলদীপ যাদব,মোহাম্মদ শামি,রবিচন্দ্রন অশ্বিন,ইশান কিষাণ,সূর্যকুমার যাদব।
নেদারল্যান্ডস বিশ্বকাপ স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (সি), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।
নিউজিল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড
কেন উইলিয়ামসন (সি), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচ স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়াং।
সাউথ আফ্রিকা বিশ্বকাপ স্কোয়াড
টেম্বা বাভুমা (সি), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসেন ভানজাদ, উইলিয়ামস লিমিটেড।
পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (সি), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মো. ওয়াসিম।
শ্রীলঙ্কা বিশ্বকাপ স্কোয়াড
দাসুন শানাকা (সি), কুসল মেন্ডিস (ভিসি), কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, লাহিরু কুমারা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা, দুনিথ ওয়েললাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, দুশান হেমন্ত
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময় সূচি
চিন্তা নেই, আছে PDF লিংক
তারিখ | দল | সময় |
অক্টোবর ৫ | ইংল্যান্ড vs নিউজিল্যান্ড | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ৬ | পাকিস্তান vs নেদারল্যান্ডস | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ৭ | বাংলাদেশ vs আফগানিস্তান | সকাল ১১ টা |
অক্টোবর ৭ | দক্ষিণ আফ্রিকা vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ৮ | ভারত vs অস্ট্রেলিয়া | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ৯ | নিউজিল্যান্ড vs নেদারল্যান্ডস | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১০ | ইংল্যান্ড vs বাংলাদেশ | সকাল ১১ টা |
অক্টোবর ১০ | পাকিস্তান vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১১ | ভারত vs আফগানিস্তান | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১২ | অস্ট্রেলিয়া vs দক্ষিণ আফ্রিকা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১৩ | নিউজিল্যান্ড vs বাংলাদেশ | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১৪ | ভারত vs পাকিস্তান | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১৫ | ইংল্যান্ড vs আফগানিস্তান | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১৬ | অস্ট্রেলিয়া vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১৭ | দক্ষিণ আফ্রিকা vs নেদারল্যান্ডস | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১৮ | নিউজিল্যান্ড vs আফগানিস্তান | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ১৯ | ভারত vs বাংলাদেশ | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২০ | অস্ট্রেলিয়া vs পাকিস্তান | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২১ | নেদারল্যান্ডস vs শ্রীলঙ্কা | সকাল ১১ টা |
অক্টোবর ২১ | ইংল্যান্ড vs দক্ষিণ আফ্রিকা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২২ | ভারত vs নিউজিল্যান্ড | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২৩ | পাকিস্তান vs আফগানিস্তান | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২৪ | দক্ষিণ আফ্রিকা vs বাংলাদেশ | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২৫ | অস্ট্রেলিয়া vs নেদারল্যান্ডস | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২৬ | ইংল্যান্ড vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২৭ | পাকিস্তান vs দক্ষিণ আফ্রিকা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২৮ | অস্ট্রেলিয়া vs নিউজিল্যান্ড | সকাল ১১ টা |
অক্টোবর ২৮ | নেদারল্যান্ডস vs বাংলাদেশ | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ২৯ | ভারত vs ইংল্যান্ড | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ৩০ | আফগানিস্তান vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
অক্টোবর ৩১ | পাকিস্তান vs বাংলাদেশ | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ১ | নিউজিল্যান্ড vs দক্ষিণ আফ্রিকা | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ২ | ভারত vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ৩ | আফগানিস্তান vs নেদারল্যান্ডস | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ৪ | নিউজিল্যান্ড vs পাকিস্তান | সকাল ১১ টা |
নভেম্বর ৪ | ইংল্যান্ড vs অস্ট্রেলিয়া | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ৫ | ভারত vs দক্ষিণ আফ্রিকা | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ৬ | বাংলাদেশ vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ৭ | অস্ট্রেলিয়া vs আফগানিস্তান | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ৮ | ইংল্যান্ড vs নেদারল্যান্ডস | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ৯ | নিউজিল্যান্ড vs শ্রীলঙ্কা | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ১০ | দক্ষিণ আফ্রিকা vs আফগানিস্তান | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ১১ | বাংলাদেশ vs অস্ট্রেলিয়া | সকাল ১১ টা |
নভেম্বর ১১ | ইংল্যান্ড vs পাকিস্তান | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ১২ | ভারত vs নেদারল্যান্ডস | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ১৫ | সেমিফাইনাল ১ | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ১৬ | সেমিফাইনাল ২ | দুপুর ২ঃ৩০ |
নভেম্বর ১৯ | ফাইনাল | দুপুর ২ঃ৩০ |
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে
কী? জানতে ইচ্ছা করে না? ক্রিকেট ইতিহাসে কে কত বার কাপ নিয়েছে।আপনার মনের আকুলতা-ব্যকুলতা দূর করার জন্য নির্ভরশীল তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
বিজয়ী দল- ইংল্যান্ড
রানার্সআপ – নিউজিল্যান্ড
মার্জিন- ম্যাচ টাই(সুপার ওভারে ইংল্যান্ড নিউজিল্যাকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়)
স্থান- লর্ডস, লন্ডন
আয়োজক দেশ- ইংল্যান্ড এবং ওয়েলস
ম্যান অফ দ্যা ম্যাচ- বেন স্টোকস
ম্যান অফ দ্যা সিরিজ- কেন উইলিয়ামসন
ক্রিকেট বিশ্বকাপ ২০১৫
বিজয়ী দল- অস্ট্রেলিয়া
রানার্সআপ – নিউজিল্যান্ড
মার্জিন- ৭ উইকেট
স্থান- এমসিজি,মেলবোর্ন
আয়োজক দেশ- অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
ম্যান অফ দ্যা ম্যাচ- জেমস ফকনার
ম্যান অফ দ্যা সিরিজ- মিচেল স্টার্ক
ক্রিকেট বিশ্বকাপ ২০১১
বিজয়ী দল- ভারত
রানার্সআপ – শ্রীলঙ্কা
মার্জিন- ৬ উইকেট
স্থান- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
আয়োজক দেশ- ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ
ম্যান অফ দ্যা ম্যাচ- মহেন্দ্র সিং ধোনি
ম্যান অফ দ্যা সিরিজ- যুবরাজ সিং
ক্রিকেট বিশ্বকাপ ২০০৭
বিজয়ী দল- অস্ট্রেলিয়া
রানার্সআপ – শ্রীলঙ্কা
মার্জিন- ৫৩ রান
স্থান- কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আয়োজক দেশ- ওয়েস্ট ইন্ডিজ
ম্যান অফ দ্যা ম্যাচ- অ্যাডাম গিলক্রিস্ট
ম্যান অফ দ্যা সিরিজ- গ্লেন ক্যাকগ্রাথ
ক্রিকেট বিশ্বকাপ ২০০৩
বিজয়ী দল- অস্ট্রেলিয়া
রানার্সআপ – ভারত
মার্জিন- ১২৫ রান
স্থান- ওয়ান্ডারার্স জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
আয়োজক দেশ- দক্ষিণ আফ্রিকা
ম্যান অফ দ্যা ম্যাচ- রিকি পন্টিং
ম্যান অফ দ্যা সিরিজ- সচিন টেন্ডুলকার
ক্রিকেট বিশ্বকাপ ১৯৯৯
বিজয়ী দল- অস্ট্রেলিয়া
রানার্সআপ – পাকিস্তান
মার্জিন- ৮ উইকেট
স্থান- লর্ডস, লন্ডন
আয়োজক দেশ- ইংল্যান্ড এবং ওয়েলস
ম্যান অফ দ্যা ম্যাচ- শেন ওয়ার্ন
ম্যান অফ দ্যা সিরিজ- ল্যান্স ক্লুসেনার
ক্রিকেট বিশ্বকাপ ১৯৯৬
বিজয়ী দল- শ্রীলঙ্কা
রানার্সআপ – অস্ট্রেলিয়া
মার্জিন- ৭ উইকেট
স্থান- গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আয়োজক দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা
ম্যান অফ দ্যা ম্যাচ- অরবিন্দ দে সিলভা
ম্যান অফ দ্যা সিরিজ- সন্থ জয় সুরিয়া
ক্রিকেট বিশ্বকাপ ১৯৯২
বিজয়ী দল- পাকিস্তান
রানার্সআপ – ইংল্যান্ড
মার্জিন- ২২ রান
স্থান- মেলবোর্ন, অস্ট্রেলিয়া
আয়োজক দেশ- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
ম্যান অফ দ্যা ম্যাচ- ওয়াসিম আকরাম
ম্যান অফ দ্যা সিরিজ- মার্টিন ক্রুবে
ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৭
বিজয়ী দল- অস্ট্রেলিয়া
রানার্সআপ – ইংল্যান্ড
মার্জিন- ৭ রান
স্থান- ইডেন গার্ডেনস, কলকাতা
আয়োজক দেশ- ভারত এবং পাকিস্তান
ম্যান অফ দ্যা ম্যাচ- ডেভিড বুন
ম্যান অফ দ্যা সিরিজ- কাউকে দেওয়া হয়নি
ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৩
বিজয়ী দল- ভারত
রানার্সআপ – ওয়েস্ট ইন্ডিজ
মার্জিন- ৪৩ রান
স্থান- লর্ডস, লন্ডন
আয়োজক দেশ- ইংল্যান্ড
ম্যান অফ দ্যা ম্যাচ- রাউন্ডার মহিন্দর অমরনাথ
ম্যান অফ দ্যা সিরিজ- কাউকে দেওয়া হয়নি
ক্রিকেট বিশ্বকাপ ১৯৭৯
বিজয়ী দল- ওয়েস্ট ইন্ডিজ
রানার্সআপ- ইংল্যান্ড
মার্জিন- ৯২ রান
স্থান- লর্ডস, লন্ডন
আয়োজক দেশ- ইংল্যান্ড
ম্যান অফ দ্যা ম্যাচ- ভিভ রিচার্ড
ম্যান অফ দ্যা সিরিজ- কাউকে দেওয়া হয়নি
ক্রিকেট বিশ্বকাপ ১৯৭৫
বিজয়ী দল- ওয়েস্ট ইন্ডিজ
রানার্সআপ – ইংল্যান্ড
মার্জিন- ১৭ রান
স্থান- লর্ডস, লন্ডন
আয়োজক দেশ- ইংল্যান্ড
ম্যান অফ দ্যা ম্যাচ- ক্লাইভ লয়েড
ম্যান অফ দ্যা সিরিজ- কাউকে দেওয়া হয়নি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে
আপনাদের মনে কৌতুহল আছে,আগামী ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় কখন অনুষ্ঠিত হবে।আপনাদের কৌতুহল দূর করার জন্য গুগলের সাথে তুমুল আকারে ঝগড়া করে তথ্য নিয়ে আসতে সক্ষম হয়েছি।আগামী ২০২৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা,জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে।অক্টোবর,নভেম্বরে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।খেলাটি তত্বাবধান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
1 thought on “২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচি”