ইউনিক আইডি কি কাজে লাগবে
ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম, ইউনিক আইডি লিংক, ইউনিক আইডি কি কাজে লাগবে এগুলো সকল অভিভাবকদের মনে প্রশ্ন। মূলত ইউআইডি হল শিক্ষার্থীর পরিচয় বহনকারী একটি নাম্বার।
কোন শিক্ষার্থী এক ক্লাস থেকে অন্য ক্লাসে বা এক প্রতিষ্ঠান থেকে অন্য কোন প্রতিষ্ঠানে গেলে এই ইউনিক আইডি নাম্বার দিলেই সে শিক্ষার্থীর সকল তথ্য পাওয়া যাবে। ফলে এখানে তথ্য গোপনের কোনো সুযোগ থাকছে না।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
ইউনিক আইডি ফরম অনলাইন । ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম
ইউনিক আইডি ফরম অনলাইনে খোঁজার আর দরকার নেই। আপনাদের সুবিধার্থে ফরমটি নিচে দিয়ে রেখেছি। এটি নেয়ার মূল উদ্দেশ্য হলো যেন প্রত্যেক শিক্ষার্থী তাদের সকল তথ্য উক্ত ফরমে পূরণ করতে পারে।
যার ফলে যে শিক্ষক বা যে ব্যক্তি ইউনিক আইডি সার্ভারে তথ্যগুলো পূরণ করবে সে যেন শিক্ষার্থীর দেওয়া সঠিক তথ্যের অনুলিপি সরাসরি নির্ভুলভাবে পূরণ করতে পারে।
➥ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরীর ফরম
➥ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরীর ফরম
এখানে শিক্ষার্থীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্য জমা থাকবে।
১। শিক্ষার্থীর নাম (বাংলায়): |
২। শিক্ষার্থীর নাম (ইংরেজি বড় অক্ষরে): |
৩। জন্ম নিবন্ধন নাম্বার: |
৪। জন্ম তারিখ: |
৫। পাসপোর্ট সাইজের ছবি: |
৬। জন্ম স্থান (নিজ জেলা): |
৭। জেন্ডার: |
৮। জাতীয়তা: |
৯। ধর্ম: |
১০। অধ্যায়নরত শ্রেণি: |
১১। শ্রেণি রোল নম্বর: |
১২। বৈবাহিক অবস্থা: |
১৩। প্রতিবন্ধিতা: |
১৪। রক্তের গ্রুপ: |
১৫। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কি না: |
১৬। মাতার তথ্য (এনআইডি অনুযায়ী): |
ক। নাম (বাংলায়): |
খ। নাম (ইংরেজি বড় অক্ষরে): |
গ। এনআইডি নম্বর: |
ঘ। জন্ম তারিখ: |
ঙ। জন্ম নিবন্ধন নম্বর: |
চ। মোবাইল নম্বর: |
ছ। পেশা: |
জ। মাতা মৃত হলে মৃত্যুর সাল: |
১৭। পিতার তথ্য (এনআইডি অনুযায়ী): |
ক। নাম (বাংলায়): |
খ। নাম (ইংরেজি বড় অক্ষরে): |
গ। এনআইডি নম্বর: |
ঘ। জন্ম তারিখ: |
ঙ। জন্ম নিবন্ধন নম্বর: |
চ। মোবাইল নম্বর: |
ছ। পেশা: |
জ। পিতা মৃত হলে মৃত্যুর সাল: |
১৮। বর্তমান ঠিকানা: |
ক। বিভাগ খ। জেলা গ। উপজেলা/থানা |
ঘ। সিটি কর্পোরেশন/পৌরসভা ঙ। ইউনিয়ন চ। ওয়ার্ড নম্বর |
ছ। মৌজা জ। গ্রাম/মহল্লা/রাস্তার নাম ও নম্বর |
ঝ। বাসার হোল্ডিং নম্বর ঞ। ডাকঘর ট। পোস্ট কোড |
১৯। স্থায়ী ঠিকানা: |
ক। বিভাগ খ। জেলা গ। উপজেলা/থানা |
ঘ। সিটি কর্পোরেশন/পৌরসভা ঙ। ইউনিয়ন চ। ওয়ার্ড নম্বর |
ছ। মৌজা জ। গ্রাম/মহল্লা/রাস্তার নাম ও নম্বর |
ঝ। বাসার হোল্ডিং নম্বর ঞ। ডাকঘর ট। পোস্ট কোড |
২০। অভিভাবক (পিতা মাতা উভয় মৃত হলে): |
ক। অভিভাবকের নাম: |
খ। অভিভাবকের এনআইডি: |
গ। অভিভাবকের পেশা: |
ঘ। অভিভাবকের সাথে সম্পর্ক: |
ঙ। অভিভাবকের মোবাইল নম্বর: |
প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম | ইউনিক আইডি ফরম প্রাইমারি
মাধ্যমিকের ন্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিআরভিএস ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ইউনিক আইডি প্রক্রিয়া চালু করেছে। যার ফলে তাদের সকল তথ্য এখন সরকারের কাছে অনুলিপি হিসেবে থাকবে।
এক্ষেত্রে অবশ্য স্কুলের প্রধান শিক্ষকের অনুমোদনের পর সেটি শিক্ষা অফিসারের নিকট হস্তান্তর করা হয়। শিক্ষা অফিসার তথ্যগুলো যাচাইয়ের পর আইডি নাম্বারের জন্য অ্যাপ্রুভ করে থাকেন।
ইউনিক আইডি লিংক | ইউনিক আইডি ওয়েবসাইট
মাধ্যমিক এবং প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য আলাদা দুটি ওয়েবসাইট আছে। যার মাধ্যমে আপনারা শিক্ষার্থীদের সকল তথ্য এন্ট্রি করে রাখতে পারবেন।
ইউনিক আইডি কি বাধ্যতামূলক? | ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম
ইউনিক আইডিকে সরকার বাধ্যতামূলক করতে যাচ্ছে। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের এই ইউনিক আইডির আওতায় আনতে যাচ্ছে সরকার।
যেহেতু এখানে একজন শিক্ষার্থীর যাবতীয় সকল তথ্য প্রেরণ করতে হচ্ছে সেহেতু এই ইউনিক আইডি নাম্বার কে জাতীয় পরিচয় পত্রের সাথে সংযোজন করার কথা শোনা যাচ্ছে। যার ফলে সরকার নতুনদের এন আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র তৈরিতে অনেক এধাপ গিয়ে যাবে।
এজন্য চোখ বন্ধ করে বলা যেতে পারে সকল শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি বাধ্যতামূলক। এক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের সতর্কতার সাথে ছাত্র-ছাত্রীদের সকল তথ্য ইউনিক আইডি ওয়েবসাইটে প্রেরণ করতে হবে।
ইউনিক আইডি ফরম পূরণের শেষ তারিখ | ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম
ইউনিক আইডি ফরম পূরণের শেষ তারিখ বেঁধে দিলেও আবারো সময় বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এখনো সম্ভব হয়নি এবং ২০২৩ সালের এন্ট্রিতে শিক্ষার্থীর তথ্য নতুন শিক্ষাবর্ষ ২০২৪ সালে হালনাগাদ সম্পন্ন হয়নি সে সকল প্রতিষ্ঠানের তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে হালনাগাদ করতে হবে।
সকল জেলার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
ইউনিক আইডি কার্ড ডাউনলোড | স্টুডেন্ট আইডি কার্ড কিভাবে বানাবো
ইউনিক আইডি বা ইউনিক কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে নিবন্ধিত শিক্ষার্থী তালিকায় গিয়ে ডাউনলোড লগোতে ক্লিক করলে উপরের ছবির মতোই কিছু লেখা আসবে।সেখান থেকে আইডি কার্ড দেখুনে ক্লিক করলে আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
শেষ কথাঃ
আপনাদের সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ইউনিক আইডি সম্পর্কে যে কোন তথ্য জানতে আমাদের পোস্টের নিচে কমেন্টস করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।